
বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে জার্মানির মার্সিডিজ বেঞ্জ অন্যতম। সেডান, এসইউভি, মিনিভ্যান এমনকি বিলাসবহুল বাস নির্মাণেও মার্সিডিজের আলাদা চাহিদা রয়েছে। ২০২২–এ মার্সিডিজ নিয়ে এসেছে সাত আসনের রাজকীয় এক স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি)। গাড়িটির মডেল মার্সিডিজ জিএলএস ৪৫০। গাড়িটি চার চাকাতেই সমান শক্তি সঞ্চালন করতে পারে বলে জিএলএস ক্যাটাগরির এই গাড়িগুলোতে ফোরমেটিক বেঞ্জমার্ক থাকে। মার্সিডিজ জিএলএস ৪৫০–এর বিস্তারিত জানাচ্ছেন এস এম আলাউদ্দিন আল আজাদ
২০০৬ সালে মার্সিডিজ জিএল ক্লাস গাড়ির উৎপাদন শুরু করে। ফুল সাইজ বা কমপ্যাক্ট এসইউভিগুলোকে জিএল ক্লাস বলা হয়। জিএল ক্লাসে সাধারণত তিন সারির আসনবিন্যাস থাকে। জিএল থেকে জিএলএস নামকরণ করা হয় ২০১৬ সালে। অফরোড ভেহিক্যালের ক্ষেত্রে মার্সিডিজ বেঞ্জের ‘জি’ শব্দটি ব্যবহৃত হয়। ‘এল’ শব্দটি এসইউভি নির্দেশে আর এস ক্লাস পূর্ণ আকৃতির গাড়ি বোঝাতে মার্সিডিজ বেঞ্জ ব্যবহার করে থাকে।
জিএলএস ৪৫০ গাড়িটির বাইরের দিক যেমন আকর্ষণীয়, তেমনি তার ভেতরের দর্শন। দুটি সমান্তরাল ভেন্টের মাঝখানে মার্সিডিজের লোগো। রয়েছে দর্শনীয় এলইডি হেডলাইট ও ফগলাইট চেম্বার। ২০ ইঞ্চি অ্যালয় হুইল গাড়িটির ডিজাইনে পূর্ণতা দিয়েছে। এসইউভি ক্যাটাগরিতে সবচেয়ে বড় প্যানারোমিক সানরুফ ব্যবহার হয়েছে গাড়িটিতে। গাড়িটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে ৫৩০৮, ১৯৫৬ এবং ১৮২৪ মিলিমিটার (মিমি)। ভূমি থেকে গাড়ির উচ্চতা (গ্রাউন্ড ক্লিয়ারেন্স) ২০০ মিমি। গাড়িটিতে স্বয়ংক্রিয় ফুটস্টেপ (পাদানি) এবং রুফ রেইল রয়েছে।